
পশ্চিমবঙ্গ সরকারের আধীনে উক্ত কম্পিউটার কোর্স করলে কি কি সুবিধা আছে
"সরকারী শিক্ষা, সরকারী সার্টিফিকেট"
Back
১) ২০১১ সাল থেকে ব্লকে ও জেলায় কম্পিউটার শেখার সেরা ঠিকানা ।
২) উক্ত প্রকল্প রুপায়ণে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ ।
৩) রাজ্য সরকার শরিক তাই ঠকবার ভয় নেই , যুব কল্যাণ বিভাগ খুব সামান্য টাকায় কম্পিউটার প্রশিক্ষণের আয়োজন করেছে এবং সহজ মাসিক বেতনের ব্যবস্থা আছে ।
৪) চাকরির বাজারে সার্টিফিকেটের ঝুঁকি এড়াতে ।
৫) এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্তকরণ ।
৬) প্রশিক্ষণ শেষে অনলাইন পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন ও পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ থেকে সমস্ত উত্তির্ণ ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয় ।
৭) প্রক্তন শিক্ষক এবং অভিজ্ঞ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান করা হয় ।
৮) সম্পূর্ণ নতুন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ প্রদান করা হয় ।
৯) উন্নত ধরণের সফটওয়্যার এবং কম্পিউটারের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয় ।
১০) প্রেকটিক্যাল ভিত্তিক ক্লাস করানো হয় ।
১১) অতিরিক্ত থিওরি ও প্রেকটিক্যাল ক্লাসের সুবিধা আছে ।
১২) অতিরিক্ত ইন্টারনেটের সুবিধা আছে ।
১৩) ভর্তি হওয়ার পর ছাত্র-ছাত্রীদের অনলাইন ভেরিফিকেশনের সুবিধা এবং অনলাইনে এডমিট কার্ড ও রেজাল্ট দেখার সুবিধা ।
১৪) প্রতিটি কোর্সের বা সেমিস্টারের জন্য আলাদা আলাদা প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালের থাকবে ।
১৫) ১ : ১ কম্পিউটার অর্থাৎ ১জন ১টি কম্পিউটারে বসে প্রশিক্ষণ নেবেন ।
১৬) কম্পিউটার সম্পর্কিত সব ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাহায্য করা হয় ।
১৭) প্রশিক্ষণ শেষে বাংলার স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পে সুযোগ গ্রহনের বাড়তি সুবিধা আছে , যা এই কেন্দ্রের প্রশিক্ষাণার্থীরা অগ্রাধিকার পাবেন ।
১৮) কোথাও কোনো সংশয় বা সমস্যা হলে ব্লক যুব আধিকারিক (কামনাড়া) অথবা জেলা যুবকরণ আধিকারিক (জেলা শাসক অফিস, কোর্ট কম্পাউন্ড, বর্ধমান) অথবা সরাসরি যুবকল্যাণ বিভাগে যোগাযোগ করুন তথ্য পাওয়া যাবে ।
Our Vision
Government Recognised
Quality Computer Education for All
that's GO BEYOND LEARNING !
Copyright © 2025 Dewandighi Youth Computer Training Centre
Powered by Dewandighi Youth Computer Training Centre
Address :
Palitpur More, Dewandighi, Katwa Road,
(1st Floor of Maa Santoshi Mata Bastralaya,
Near Bandhan Bank),
Post- Mirzapur, Dist- Purba Bardhaman,
Panchayet- Saraitikar, Block- Bardhaman 1,
Pin- 713102
Quick Links
Contact No. :
+91 9832269956 +91 8967255356
Email :
support@dewandighiyctc.com
If problem to viewing the page please clear the brower Cached Files.