
- নিয়মাবলী -
১) ভর্তির সময় দেওয়া না থাকলে ১ কপি স্ট্যাম্প সাইজের ফটো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও মাধ্যমিকের মার্কশিট এবং উচ্চ-মাধ্যমিকের মার্কশিটের প্রত্যয়িত নকল জমা দিতে হবে । (সঙ্গে অ্যাডমিশন রিসিপ্ট অবশ্যই আনতে হবে ।)
২) ভর্তির পরে ক্লাস আরম্ভের সঠিক দিন ও সময় নিম্নলিখিত সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ফোন মারফত জেনে নিতে হবে ।
৩) প্রতি মাসে ৭ তারিখের ভিতরে মাহিনা দিয়ে নতুন মাহিনার রিসিপ্ট ও ক্লাস কার্ড করে নিতে হবে । ৭ তারিখের পর প্রতিদিন ১/- টাকা করিয়া জরিমানা হইবে । যদি কেহ পর পর দু মাসের মাইনে না দেয় তাহলে তার নামের নথিভুক্তকরণ বাতিল করা হবে ।
৪) ইনস্টিটিউটের মধ্যে প্রবেশ করার সময় সঙ্গে আইডি কার্ড থাকা বাঞ্ছনীয় ।
৫) ইনস্টিটিউটের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ।
৬) ইনস্টিটিউটের মধ্যে উদ্ধত বা অভদ্র ভাষা ও অভদ্র আচরণ করিলে তাহার রেজিস্ট্রেশন বাতিল করা হইবে ।
৭) প্রতেকে প্রস্পেক্টাস ভাল করে পড়ে তার পর কোর্সে ভর্তির জন্য আবেদন করবেন যদি পড়ে দেখা যায় নুন্যতম যোগ্যতা নেই তাহলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে এবং কোন টাকা ফেরত পাওয়া যাবে না ।
৮) যদি কেউ ১ বছরের ডিপ্লোমা কোর্সের জন্য আবেদন করেন তাহলে তার কোর্স পড়ে ৬ মাসের কোর্সে পরিবর্তন করা যাবে না ।
৯) ভর্তি হবার পর অন্য কোন সেন্টারে ট্রান্সফার করা যাবে না ।
১০) ভর্তি হবার পর পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের আদেশ অনুযায়ী প্রতিটি ছাত্রছাত্রীকে প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল নিতে হবে এবং প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালের জন্য ১০০/- টাকা করে জমা দিতে হবে । প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল না নিলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসতে পারবে না ।
১১) ডুপ্লিকেট আইডি কার্ড / ফিস রিসিপ্ট পাবার জন্য ১০০/- টাকা ফি দিয়ে নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে ।
১২) ছাত্র ও ছাত্রীদের সঠিক সময়ে থিওরি ও প্রেকটিক্যাল ক্লাসে আসতে হবে ।
১৩) ছাত্র-ছাত্রীরা অতিরিক্ত প্র্যাকটিস ক্লাস নিতে চাইলে , আগে থেকে সেন্টার কর্তৃপক্ষকে জানিয়ে ক্লাসের টাইম নিয়ে , তারপর আসতে হবে ।
১৪) প্রতিটি ছাত্র ও ছাত্রীকে পরীক্ষায় বসতে হলে ৭৫% উপস্থিতি থাকতে হবে ।
১৫) সার্টিফিকেট পেতে হলে প্রতিটি সেমিস্টারে গড়ে ৪০% নম্বর পেয়ে পাস করতে হবে ।
১৬) ইনস্টিটিউটে না জানিয়ে এক সপ্তাহের বেশী অনুপুস্থিত থাকিলে ৫০০/- টাকা দিয়ে পুনরায় ভর্তি হবে হইবে ।
১৭) যদি কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষার দিন অনুপুস্থিত থাকে তাহলে তাকে ২৫০/- টাকা জরিমানা করা হইবে ।
১৮) একজন ছাত্র বা ছাত্রী সর্বাধিক দু-বার রি-এক্সামিনেশন দিতে পারবে , রি-এক্সামিনেশন ফি বাবদ ২৫০/- টাকা প্রদান করে , তার পরীক্ষার উন্নতির জন্য ।
১৯) কোর্স সমাপ্তির ও পরীক্ষা হওয়ার পর অ্যাডমিশন এবং সমস্ত মাহিনার রিসিপ্ট বা অ্যাডমিট কার্ড দেখিয়ে সার্টিফিকেট ও মার্কশিট সংশ্লিষ্ট কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে ।
২০) প্রশিক্ষক, প্রশিক্ষণ, মেশিন, প্রশিক্ষণ কেন্দ্রের পরিবেশ ইত্যাদি বিষয়ক কোন অভিযোগ / মতামত থাকলে তা চিঠি দিয়ে জানাতে পারেন নিম্নলিখিত ঠিকানায় –
To,
The Director,
Dewandighi Youth Computer Training Centre
(2nd Floor) Palitpur More, Dewandighi, Post-Mirzapur,
Dist-Purba Bardhaman, Pin-713102
“সরকারী শিক্ষা, সরকারী সার্টিফিকেট”
Back
Our Vision
Government Recognised
Quality Computer Education for All
that's GO BEYOND LEARNING !
Copyright © 2025 Dewandighi Youth Computer Training Centre
Powered by Dewandighi Youth Computer Training Centre
Address :
Palitpur More, Dewandighi, Katwa Road,
(1st Floor of Maa Santoshi Mata Bastralaya,
Near Bandhan Bank),
Post- Mirzapur, Dist- Purba Bardhaman,
Panchayet- Saraitikar, Block- Bardhaman 1,
Pin- 713102
Quick Links
Contact No. :
+91 9832269956 +91 8967255356
Email :
support@dewandighiyctc.com
If problem to viewing the page please clear the brower Cached Files.