ELECTRONIC EXAMINATION AND ASSESMENT SYSTEM (EEAS)
- পরীক্ষার নিয়মাবলী -

১) কম্পিউটার সেন্টারে ভর্তি ও কোর্সের প্রতি বছর চারটি সেশন – জানুয়ারী (জানুয়ারী – জুন), এপ্রিল (এপ্রিল – সেপ্টেম্বর), জুলাই (জুলাই – ডিসেম্বর) ও অক্টোবর (অক্টোবর – মার্চ) ।
২) অনলাইন পরীক্ষার “এক্সাম সাইকেল” বছরে – জানুয়ারী (জুলাই – ডিসেম্বর), এপ্রিল (অক্টোবর – মার্চ), জুলাই (জানুয়ারী – জুন) ও অক্টোবর (এপ্রিল – সেপ্টেম্বর) ।
৩) প্রতিটি সেমিস্টার (৬ মাস) শেষ হবার পর প্রতিটি সেমিস্টারের উপর থিওরি ৭০ নম্বরের এবং প্রেকটিক্যাল ৩০ নম্বরের মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে ।
৪) থিওরি পরীক্ষার পাস মার্ক্স ২১ এবং প্রেকটিক্যাল পরীক্ষার পাস মার্ক্স ৯ । প্রতিটি ছাত্র-ছাত্রীকে দুটি বিষয়েই পাস করতে হবে ।
৫) থিওরি পরীক্ষা প্রতি এক্সাম সাইকেলের ১৬ তারিখ থেকে ৩০ বা ৩১ তারিখের মধ্যে হবে ।
৬) প্রেকটিক্যাল পরীক্ষা প্রতি এক্সাম সাইকেলের ১ থেকে ৭ তারিখের মধ্যে হবে ।
৭) প্রতি এক্সাম সাইকেলের ১০ থেকে ১৫ তারিখের প্রতিটি ছাত্র-ছাত্রীকে তাদের থিওরি পরীক্ষার – ইউসার আইডি, পাসওয়ার্ড ও থিওরি পরীক্ষার দিন সেন্টার থেকে জেনে নিতে হবে অর্থাৎ এডমিট কার্ড সংগ্রহ করতে হবে ।
৮) প্রতিটি সেমিস্টারের মোট কোর্স ফি / মাহিনা এবং পরীক্ষার ফি বাবদ ২৫০/- টাকা প্রতি এক্সাম সাইকেলের আগের মাসে অর্থাৎ নিজ নিজ সেশনের শেষ মাসের ৭ তারিখের মধ্যে দিয়ে প্রেকটিক্যাল পরীক্ষার দিন সেন্টার থেকে জেনে নিতে হবে ।
৯) প্রশ্নের ধরণ – CITA কোর্সের ক্ষেত্রে ৬০ x ১ নম্বর প্রশ্ন = ৬০ নম্বর ও ১০ নম্বর টাইপ টেস্ট, অন্যান্য সমস্ত কোর্সের ক্ষেত্রে ৪০ x ১ নম্বর প্রশ্ন = ৪০ নম্বর ও ১৫ x ২ নম্বর প্রশ্ন = ৩০ নম্বর মোট ৭০ নম্বর ।
১০) থিওরি পরীক্ষা চলাকালীন পরীক্ষার উইন্ড ছাড়া অন্য কোন উইন্ড বা সফটওয়্যার কম্পিউটারে খোলা যাবে না । যদি কোন ছাত্র-ছাত্রী নিজের কম্পিউটারে পরীক্ষার উইন্ড ছাড়া অন্য কোন উইন্ড বা সফটওয়্যার খোলে তাহলে নিজে নিজে তৎক্ষণাৎ তার পরীক্ষা কম্পিউটার দ্বারা বাতিল হয়ে যাবে । তার ফলে সেই ছাত্র বা ছাত্রী থিওরি পরীক্ষায় ফেল হয়ে যাবে । সুতরাং ছাত্র-ছাত্রীরা পরীক্ষার সময় নিজেরা সতর্ক থাকবে ।
১১) পরীক্ষায় ফেল করলে বা পরীক্ষার নম্বরে অসন্তুষ্ট হলে ছাত্র-ছাত্রীরা আবার পরের এক্সাম সাইকেলে পরীক্ষা দিতে পারবে ।
১২) পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য উপরের নিয়ম আনুযায়ী রি-এক্সামিনেশন ফি বাবদ ২৫০/- টাকা জমা দিতে হবে ।
১৩) পরীক্ষার মার্ক্সসিট ও সার্টিফিকেট পরীক্ষার ১ মাস পর বা ওয়েবসাইটে দেওয়া দিন হতে কম্পিউটার সেন্টার থেকে সংগ্রহ করা যাবে । (সমস্ত সেমিস্টারের নম্বর এভারেজ হয়ে সার্টিফিকেট তৈরি হবে)।
১৪) পরীক্ষার মার্ক্সসিট ও সার্টিফিকেট সংগ্রহ করার সময় এডমিট কার্ড সঙ্গে আনতে হবে , এডমিট কার্ড ছাড়া পরীক্ষার মার্ক্সসিট ও সার্টিফিকেট দেওয়া হবে না ।
১৫) সার্টিফিকেটে গ্রেডের নিয়ম –
30% – 39% – Grade E
40% – 49% – Grade D
50% – 59% – Grade C
60% – 69% Grade B
70% – 79% – Grade B+
80% – 89% – Grade A
Above 90% – Grade A+
“সরকারী শিক্ষা, সরকারী সার্টিফিকেট”
Back
Our Vision
Government Recognised
Quality Computer Education for All
that's GO BEYOND LEARNING !
Copyright © 2025 Dewandighi Youth Computer Training Centre
Powered by Dewandighi Youth Computer Training Centre
Address :
Palitpur More, Dewandighi, Katwa Road,
(1st Floor of Maa Santoshi Mata Bastralaya,
Near Bandhan Bank),
Post- Mirzapur, Dist- Purba Bardhaman,
Panchayet- Saraitikar, Block- Bardhaman 1,
Pin- 713102
Quick Links
Contact No. :
+91 9832269956 +91 8967255356
Email :
support@dewandighiyctc.com
If problem to viewing the page please clear the brower Cached Files.